- খেলা
- মোটরসাইকেল দুর্ঘটনায় হাসপাতালে শেন ওয়ার্ন
মোটরসাইকেল দুর্ঘটনায় হাসপাতালে শেন ওয়ার্ন

শেন ওয়ার্ন
ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় দুর্ঘটনায় জড়িয়ে পড়েন শেন ওয়ার্ন। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান প্রায় ১৫ মিটার দূরে। তবে চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে। সিডনি মর্নিং হেরাল্ডের বরাতে খবরটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
৫২ বছরের এই স্পিনার দুর্ঘটনার পর নিজেই হাসপাতালে গিয়েছিলেন। ওয়ার্নের মনে হয়েছিল পা এবং কোমরে বড় আঘাত পেয়েছেন। যদিও অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমকে ওয়ার্ন বলেন, 'বেশ কয়েক জায়গায় কেটে গিয়েছে, একটু ব্যথা রয়েছে।' খুব বেশি চোট না পেলেও পরের দিন সকালে ব্যথা রয়েছে বলেই জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার।
তবে এই দুর্ঘটনা সত্ত্বেও আসন্ন অ্যাশেজে সম্প্রচার দায়িত্ব পালনের ব্যাপারে আশাবাদী ওয়ার্ন। ৮ ডিসেম্বর, গ্যাবায় শুরু হচ্ছে এবারের অ্যাশেজ।
মন্তব্য করুন