‘বেশি তথ্য দিতে চাই না’- ঢাকা টেস্টের একাদশ নিয়ে হাথুরু
হাথুরুসিংহে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩ | ১৫:৪৭ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩ | ১৫:৪৯
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সফরকারীদের কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ। দাপটের সাথে কিউইদেরকে টেস্টে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। যা আবার দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়। শান্তদের সামনে এখন সুযোগ টেস্ট সিরিজ নিজেদের করে নেওয়ার। সিরিজ জিততে হলে অন্তত ড্র করতে হবে শান্ত-মুমিনুলদের।
সিলেট টেস্টে স্পোর্টিং উইকেটে বাজিমাত করেছে টাইগাররা। ১ পেসারের সঙ্গে ৩ স্পিনার নিয়ে লড়েছিল বাংলাদেশ। যেখানে কিউই সব ব্যাটারদেরই ভুগিয়েছেন স্পিনাররা। মিরপুরে হয়তো এমন স্পোর্টিং উইকেট করা সম্ভব নয়, টিপিক্যাল স্পিন উইকেটেই হয়তো নামতে পারে বাংলাদেশ। তাহলে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশ কেমন হবে? এ বিষয়ে কোনো তথ্য দিতে চাননা টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
মিরপুর টেস্টের একাদশ নির্ধারণে ধোঁয়াশা রেখে হাথুরু বললেন, ‘বেশি তথ্য দিতে চাই না। নিউজিল্যান্ড হয়তো শুনবে। উইকেটের ওপর নির্ভর করবে, ওদের অদক্ষতার ওপরও। সিলেটে একাদশ সাজিয়েছি সেখানকার কন্ডিশন অনুযায়ী। মিরপুরে প্রেডিক্ট করা মুশকিল খেলা না পর্যন্ত। আমরা চেষ্টা করব খুব বেশি পরিবর্তন না করতে।’
একাদশ গঠন নিয়ে হাথুরু আরও বলেন, ‘কন্ডিশন ও প্রতিপক্ষ হিসেবে একাদশ সাজানো হয়। আফগান টেস্টে একরকম, আয়ারল্যান্ডের সঙ্গে অন্যরকম। ফ্যাক্ট ইজ, আমাদের এখন যেহেতু ওই সব স্কিল আছে। এটা আমাদের জন্য বিরাট প্লাস। ম্যাসেজ পরিস্কার। ওরা দল হিসেবে অনভিজ্ঞ। কিন্তু স্কিলের দিক থেকে ওরা খুবই ভালো।’