ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

স্পিন কোচ ছাড়াই নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ

স্পিন কোচ ছাড়াই নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩ | ১৬:০২

বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ নভেম্বর। সিলেট টেস্ট শেষে নিজ দেশে ফিরে গেছেন লঙ্কান কিংবদন্তি। ঢাকা টেস্টে তাই কোনো অন্তর্বর্তীকালীন স্পিন কোচ রাখেনি বিসিবি। সিরিজের শেষ টেস্টে নিজেদের এত দিনের অভিজ্ঞতার ওপর ভরসা করতে হবে তাইজুলদের। 

স্পিন কোচ থাকবে না আসন্ন নিউজিল্যান্ড সফরেও। আগামী ১০ ডিসেম্বর মিরপুরে শেষ হওয়ার কথা টেস্ট, এরপর দু-একদিনের বিরতি নিয়ে বাংলাদেশ দল উড়ে যাবে নিউজিল্যান্ডে। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই সফরে রাকিবুল হাসান, হাসান মুরাদ ও তানভীর হাসানের মতো তরুণ স্পিনাররা রয়েছেন দলে।

আপাতত কোনো কোচ নিয়োগ দেওয়ার ভাবনা নেই বিসিবির। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। গণমাধ্যমে বিসিবির এই পরিচালক বলেন, ‘স্পিন কোচ ছাড়াই হয়তো যেতে হবে। ভেতর থেকেই হয়তো কেউ একজন স্পিনের সাপোর্টটা দিবে। সোহেল ইসলাম যাবে না এখানে থাকবে। মূলত টিম ম্যানেজমেন্ট স্পিন কোচের প্রয়োজন মনে করছে না এখন। যদি লাগে তাহলে পরে দেখব এটা।’

জালাল ইউনুস আরও যোগ করেন, ‘যেহেতু সেখানে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলা এ কারণে স্পিনকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে না। যারা হেড কোচ সাপোর্ট স্টাফ আছে তারাই চালিয়ে নিতে পারবে।’

whatsapp follow image

আরও পড়ুন

×