- খেলা
- 'পিএসএল ট্রফি' জিততে চান আফ্রিদি
'পিএসএল ট্রফি' জিততে চান আফ্রিদি

শহীদ আফ্রিদি
পিএসএলের নতুন আসর শুরু হবে আগামী বছরের ২৭ জানুয়ারি। ১২ ডিসেম্বর হবে প্রাক-টুর্নামেন্ট ড্রাফট। অন্য সময়ের এক মাস আগে শুরু হচ্ছে এবারের আসর, কারণ মার্চ-এপ্রিলে অস্ট্রেলিয়াকে স্বাগত জানাবে পাকিস্তান। ২৭ ফেব্রুয়ারি পিএসএলের ফাইনাল। প্রথম ১৫ ম্যাচ হবে করাচির জাতীয় স্টেডিয়ামে। ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
মুলতান সুলতান্স থেকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দিলেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে ডায়ামন্ড ক্যাটাগরিতে তাকে নিয়েছে দলটি।
২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি এখনও খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। তবে এবারই শেষ। এরপর আর মাঠে খেলতে দেখা যাবে না 'বুম বুম আফ্রিদিকে'। কারণ খেলাটা ছেড়ে দিচ্ছেন তিনি। তাই শেষবারের মত পিএসএলে নেমে ট্রফি জিততে চান আফ্রিদি।
চতুর্থ ফ্র্যাঞ্চাইজিতে খেলা নিশ্চিতের পর সাবেক অধিনায়ক বলেছেন, 'কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দিতে পেরে আমি উত্তেজিত। ২০১৯ সালে শিরোপা জিতলেও গত কয়েকটি ইভেন্টে উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে দলটি। এটিই আমার জন্য শেষ পিএসএল ইভেন্ট হতে যাচ্ছে। শেষবারের মতো আরও একটি ট্রফি জিততে চাই।'
মন্তব্য করুন