- খেলা
- তৃতীয় দিনে রুট-মালানের জুটিতে ইংল্যান্ডের জবাব
তৃতীয় দিনে রুট-মালানের জুটিতে ইংল্যান্ডের জবাব

রুট-মালানের ব্যাটে উত্তাপ ছড়াচ্ছে অ্যাশেজ
উত্তাপ দেখাতে শুরু করেছে অ্যাশেজ। আরো একবার প্রমাণিত হল, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দ্বৈরথ টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা বিজ্ঞাপন। ব্রিসবেনের গ্যাবাতে দ্বিতীয় দিনটা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু তৃতীয় দিন খেলা ঘুরে গেল। দুর্দান্ত লড়াইয়ে টেস্টে প্রত্যাবর্তন করল ইংল্যান্ড।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার কামিন্স-স্টার্কদের যারা খেলতেই পারছিল না সেই ইংল্যান্ড ২য় ইনিংসে দুর্দান্ত জবাব দিচ্ছে। জো রুট ও ডেভিড মালানের দুর্দান্ত ব্যাটিংয়ে তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের স্কোর ২২০/২। যদিও এখনো লিড নেওয়ার থেকে ৫৮ রান দূরে আছে ইংল্যান্ড, তবে হাতে রয়েছে ৮টি উইকেট ও দুইদিনের খেলা বাকি। এখান থেকে জয়ের চিন্তা করতেই পারে থ্রি লায়ন্সরা।
অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৩৪৩ রান তুলেছিল। ১৯৬ রানে এগিয়ে ছিল প্যাট কামিন্স অ্যান্ড কোং। গতকালের অপরাজিত ব্যাটার ট্র্যাভিস হেড (১১২) ও মিচেল স্টার্ক (১০) তৃতীয় দিনের খেলা শুরু করেন। হেড এদিন ১৫২ রানে থামেন। স্টার্ক করেন ৩৫ রান। ৪২৫ রানে থামে অজিদের প্রথম ইনিংস। অলি রবিনসন ও মার্ক উড নেন তিনটি করে উইকেট। জোড়া উইকেট আসে ক্রিস ওকসের।
Heart. Fight. Character.
— England Cricket (@englandcricket) December 10, 2021
A brilliant unbeaten 159-run partnership between @root66 and @djmalan29 ????
Scorecard: https://t.co/d58tIUHrXO#Ashes | ???????? #AUSvENG ???????????????????????????? pic.twitter.com/A0eCEsdP9H
এরপর ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ১৩ রানে রোরি বার্নসকে ফেরান প্যাট কামিন্স। দুই ওপেনার হাসিব হামিদ (২৭) ও ররি বার্নসকে (১৩) স্টার্ক ও কামিন্স ফিরিয়ে দেন। এরপর মিডল অর্ডারে ব্যাট করতে নেমে ম্যাচের রাশ নিজেদের হাতে টেনে নেন ক্যাপ্টেন রুট ও মালান। নাথান লায়নকে পুল করে ফাইন লেগে বল পাঠিয়ে একটি সিঙ্গেল নিয়ে জো রুট বসেন ইংলিশ ক্রিকেটেরও নতুন একটি সিংহাসনে। মাইকেল ভনকে টপকে হন এক বছরে সর্বোচ্চ রান করা ইংলিশ ক্রিকেটার। ২০০২ সালে ৬১ গড়ে ১৪৮১ রান করেছিলেন মাইকেল ভন, সেটিই ছিলো এক বছরে সর্বোচ্চ টেস্ট রানের ইংলিশ রেকর্ড। ব্রিসবেন টেস্টে ২৭ রানের পথে ভনকে টপকে গেছেন রুট।
দিনের শেষে মালান (১৭৭ বলে ৮০) ও রুট (১৫৮ বলে ৮৬) অপরাজিত আছেন ক্রিজে। এই টেস্টের ভাগ্য কোন দিকে গড়াবে, তা এখনই বলা সম্ভব নয়। তবে উপভোগ্য ক্রিকেট যে অপেক্ষা করে আছে, তা বলাই যায়।
মন্তব্য করুন