- খেলা
- ধোনির শট নকল করে ভাইরাল চাহালের স্ত্রী ধনশ্রী
ধোনির শট নকল করে ভাইরাল চাহালের স্ত্রী ধনশ্রী

ধোনির হেলিকপ্টার শট নকল করলেন যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী
ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিখ্যাত হেলিকপ্টার শটকে নকল করে ভাইরাল যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভর্মা চাহাল। পেশায় কোরিওগ্রাফার ধনশ্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। ভারতের একাধিক ক্রিকেটারদের সাথে নেচে ঝড় তুলেছিলেন তিনি। তবে এবার আর নাচের জন্য নয়, ধোনির বিখ্যাত হেলিকপ্টার শট নকল করে আলোচনার ঝড় তুললেন চাহালপত্নী।
সম্প্রতি ইন্সট্রাগ্রামে এক ভিডিও পোস্ট করেছেন ধনশ্রী। যেখানে তিনি বুস্ট ইন্ডিয়ার পক্ষ থেকে লিঙ্গসাম্য নিয়ে বার্তা দিয়েছেন। সেই বার্তা বলতে গিয়ে নিজের স্টাইলে একটি ভিডিও করেন ভারতীয় তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী। ভিডিওর ক্যাপশনে ধনশ্রী লেখেন, 'খেলা ছেলে বা মেয়েদের সম্পর্কে নয়, স্ট্যামিনা সম্পর্কে।'
পরনে লাল জামা, ছাই রংয়ের ট্র্যাক প্যান্ট, হাতে ব্যাট নিয়ে বেশ কয়েকটি ক্রিকেটের শট দেখান ধনশ্রী। যার মধ্যে ছিল স্কোয়ার কাট, স্ট্রেট ড্রাইভ, হুক শটস সুইপ শট এবং হেলিকপ্টার শটও। প্রত্যেকটা শটই নজর কেড়েছে। বিশেষ নজর কেড়েছে ধোনির মত ব্যাট হাতে নিয়ে ধনশ্রীর হেলিকপ্টার শট।
ইন্সটাগ্রামে ধনশ্রীর ফলোয়ার ৪.৩ মিলিয়ন। তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ২.৫ মিলিয়ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধনশ্রী কতটা জনপ্রিয় তা আর বলার আর অপেক্ষা রাখে না।
মন্তব্য করুন