- খেলা
- ফিফার প্রস্তাবে রাজি হলে ২১৪ কোটি টাকা পাবে বাফুফে
ফিফার প্রস্তাবে রাজি হলে ২১৪ কোটি টাকা পাবে বাফুফে

বাফুফে ইতোমধ্যেই ফিফার প্রস্তাবে সম্মতি দিয়েছে
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা চেষ্টা করছে দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজন করার। তাদের এ পরিকল্পনা সফল হলে সদস্য দেশের ফেডারেশনগুলোকে আগামী চার বছরে বাড়তি ১৩৭ কোটি টাকা দেয়ার প্রস্তাব দিয়েছে ফিফা। ফলে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্সের মতো দলগুলোর সঙ্গে পিছিয়ে থাকা বাংলাদেশ, গুয়ামও এই বাড়তি অর্থ পাবে।
গতকাল সোমবার রাতে অনলাইনে ফিফা গ্লোবাল সামিটে ২১০টি ফেডারেশনের জন্য লোভনীয় প্রস্তাব পাঠিয়েছে। ওই সামিটে যাতে ২১০ ফেডারেশনের মধ্যে ২০৭ সদস্য উপস্থিত ছিল। সেখানেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, 'নিরপেক্ষ বিশেষজ্ঞ আমাদের পরামর্শ দিয়েছেন দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজন করলে প্রথম ৪ বছরে ৪৪০ কোটি ডলার বেশি আয় বাড়বে। এই তহবিল ২১১ সদস্যের মধ্যে ভাগ করে দেওয়া হবে। '
ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছেন, 'বর্তমানে প্রতি চক্রে ফেডারেশনগুলো ৬০ লাখ ডলার (৫১ কোটি ৪৩ লাখ টাকা) পায়, এই বাড়তি অর্থের ফলে সেটা বেড়ে প্রায় ২ কোটি ৫ লাখ ডলার (২১৪ কোটি ২৮ লাখ টাকা) হবে। ফিফার পরিচালনা নীতি অনুযায়ী বণ্টনে কমবেশি হতে পারে।'
ফিফার লোভনীয় প্রস্তাবে অধিকাংশ ফুটবল ফেডারেশনই রাজি হয়ে যেতে পারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতোমধ্যেই দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনে সম্মতি দিয়েছে। ফলে বিপুল পরিমাণ অর্থ আয় করার সুযোগ পাবে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
মন্তব্য করুন