বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফটের আগে বিপিএলে অটো চয়েজে দল পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আনুষ্ঠানিক বিবৃতিতে ষষ্ঠ দল তথা ঢাকার অটো চয়েজ খেলোয়াড় হিসেবে জানানো হলো মাহমুদউল্লাহ রিয়াদের নাম। 

এর আগে অটো চয়েজে সুবিধায় বরিশালের দল পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। খুলনা নিয়েছে মুশফিকুর রহিমকে। দুজনকেই 'এ' ক্যাটাগরিতে চুক্তি করা হয়েছে।

চট্টগ্রামে নাসুম আহমেদ খেলবেন 'বি' ক্যাটাগরিতে। কুমিল্লা 'এ' ক্যাটাগরিতে সরাসরি চুক্তি করেছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের সঙ্গে। তাসকিন আহমেদকে 'এ' ক্যাটাগরিতে চুক্তি করেছে সিলেট।

আজ সোমবার দুপুর ১২টা থেকে শুরু হবে বিপিএল-২২ আসরের প্লেয়ার্স ড্রাফট।