আজ সোমবার দুপুর ১২টা থেকে শুরু হবে বিপিএল-২২ আসরের প্লেয়ার্স ড্রাফট। তার আগে প্রতিটি দল ৪ জন করে খেলোয়াড় দলভুক্ত করার সুযোগ পেয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতিটি দলই অন্তত একজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে।  ​তার আগেই জানা গেল অংশগ্রহণকারী ছয় দল হিসেবে নেওয়া খেলোয়াড়দের তালিকা। 

অটো চয়েজ হিসেবে একজন করে দেশি খেলোয়াড় ছাড়াও তিনজন করে বিদেশি খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ ছিল সব ফ্র্যাঞ্চাইজির সামনে। এ সুযোগটি কাজে লাগিয়েছে শুধু খুলনা ও সিলেটের ফ্র্যাঞ্চাইজি। তারা তিনজন বিদেশি এরই মধ্যে নিয়েছে নিজেদের দলে।

বিপিএলে এবার দেশসেরা সাকিব আল হাসানকে আগেই বেছে নিয়েছে বরিশাল। বিদেশি খেলোয়াড়দের মধ্যে এই দলে খেলবেন আফগান তারকা স্পিনার মুজিবুর রহমান, শ্রীলংকার দানুস্কা গুনাথিকালা। 

সিলেট বেছে নিয়েছে তাসকিন আহমেদকে। বিদেশি তিন তারকার মধ্যে আছেন শ্রীলংকার দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন আলেকজান্ডার।

খুলনায় হয়ে খেলবেন জাতীয় দলের অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম। এই দলে তিন বিদেশি তারকার নাম শ্রীলংকান থিসারা পেরেরা ও ভানুকা রাজাপাকসে এবং আফগানিস্তানের নাভিন উল হক। 

দেশের অন্যতম স্পিনার নাসুম আহমেদকে আগেই বেছে নিয়েছে চট্টগ্রাম। বিদেশি খেলোয়াড়দের মধ্যে সে দলে যুক্ত হয়েছেন বেনি হাওয়েল, কেনার লুইস।

একনজরে দেখে নিন ড্রাফটের আগে ছয় দলের অবস্থা-


ঢাকা

দেশি - মাহমুদউল্লাহ রিয়াদ

বিদেশি - নেই


খুলনা

দেশি - মুশফিকুর রহিম

বিদেশি- থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), নবীন উল হক (আফগানিস্তান) ও ভানুকা রাজাপাকশে (শ্রীলঙ্কা)


বরিশাল

দেশি - সাকিব আল হাসান

বিদেশি - মুজিব উর রহমান (আফগানিস্তান) ও দানুশকা গুনাথিলাকা (শ্রীলঙ্কা)


চট্টগ্রাম

দেশি - নাসুম আহমেদ

বিদেশি - বেনি হাওয়েল (ইংল্যান্ড) ও কেন্নার লুইস (ওয়েস্ট ইন্ডিজ)


কুমিল্লা

দেশি - মোস্তাফিজুর রহমান

বিদেশি - নেই


সিলেট

দেশি - তাসকিন আহমেদ

বিদেশি - দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ) ও কলিন অ্যালেক্সান্ডার।