দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে মাঠের লড়াই। খেলা মাঠে গড়ানোর আগে আজ অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার্স ড্রাফট। যেখানে ২০৩ দেশি ও ৪৩৫ বিদেশি ক্রিকেটার থেকে নিজেদের পছন্দের স্কোয়াড সাজিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো।
লটারিতে শুরুতে খেলোয়াড় ডাকার সুযোগ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স৷ প্রথম ডাকে তারা দলে ভেড়ায় লিটন দাসকে। তামিম ইকবালকে পেয়েছে ঢাকা। সিলেটের হয়ে খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকত।
খুলনা টাইগার্সের পছন্দ শেখ মেহেদী হাসান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেয় পেসার শরিফুল ইসলামকে এবং ফরচুন বরিশাল দলে ভেড়ায় কাজী নুরুল হাসান সোহানকে৷
দ্বিতীয় ডাকে বরিশাল প্রথমে নাজমুল হোসেন শান্তকে দলে নেয়। এরপর চট্টগ্রাম আফিফ হোসেনকে, খুলনা সৌম্য সরকারকে, সিলেট মোহাম্মদ মিঠুনকে, ঢাকা রুবেল হোসনকে এবং কুমিল্লা দলে নেয় শহিদুল ইসলামকে৷
প্রথম দুই রাউন্ডে দেশি ক্রিকেটারদের বেছে নেওয়ার পর তৃতীয় রাউন্ডে দলগুলো পছন্দের বিদেশিদের দলভুক্ত করেছে। বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আছেন এই তালিকায়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে দলে টেনেছেন কুশল মেন্ডিস, ওশানে থমাস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে চ্যাডউইক ওয়ালটন ও রায়াড এমরিট।
সিলেট সানরাইজার্সে রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা। খুলনা টাইগার্সে সেক্কুগে প্রসন্ন ও সিকান্দার রাজা। ফরচুন বরিশালে ওবেদ ম্যাকয় ও আলজারি জোসেফ। ঢাকার দলে মোহাম্মদ শাহজাদ, ফজলে হক ফারুকি।
মন্তব্য করুন