ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

শান্তদের বিপক্ষে কিউইদের ওয়ানডে দলে নতুনরা

শান্তদের বিপক্ষে কিউইদের ওয়ানডে দলে নতুনরা

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩ | ১৩:২৩

বিশ্বকাপ শেষ করেই নিয়মিত ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ সফরে টেস্ট খেলতে এসেছে নিউজিল্যান্ড। তবে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ডিসেম্বরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্বকাপ খেলা দলের অনেকে বিশ্রামে থাকছেন। 

তুলনামূলক নতুন দল নিয়ে ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। ১৩ জনের ওই দলে ডাক পেয়েছেন তিন নতুন মুখ। তাদের একজন লেগ স্পিনার আদি অশোক। যিনি দ্বিতীয় ও তৃতীয় টেস্ট খেলবেন। এছাড়া অলরাউন্ডার জশ ক্লার্কসন ও পেসার উইল ও’রর্কি আছেন দলে। 

ভারতে বিশ্বকাপ খেলা দলের ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, টিম সাউদি, লকি ফার্গুসন, ড্যারেল মিশেলরা বিশ্রামে থাকবেন ওয়ানডে সিরিজে। তবে টম লাথাম, মার্ক চাপম্যান, হেনরি নিকোলসরা আছেন দলে। খেলবেন তরুণ রাচিন রবীন্দ্রও। 

বিশ্বকাপে উইলিয়ামসন ইনজুরিতে থাকা ম্যাচগুলোতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন টম লাথাম। বাংলাদেশের বিপক্ষে ওয়নডে সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন তিনি। ফিন অ্যালেন, কাইল জেমিনসনরা আছেন তার দলে। বাংলাদেশ ও নিউজিল্যান্ড আগামী ১৭ ডিসেম্বর ওয়ানডে সিরিজ শুরু করবে। 

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক স্যাম ওয়েলস জানিয়েছেন, শীতকালীন মৌসুমে তাদের অনেক খেলা আছে। যারা তিন ফরম্যাটের ক্রিকেট খেলেন তাদের চাপমুক্তির বিষয়ে তারা গুরুত্ব দেবেন। পুরনোদের বিশ্রাম ও নতুনদের সুযোগ দেওয়ার বিষয়ে ভারসাম্য রাখার দিকে নজর রাখবেন।

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: টম ল্যাথাম, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, ফিন অ্যালেন, টম ব্ল্যান্ডেল, মার্ক চাপম্যান, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, আদি অশোক (দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের জন্য), জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি,  উইল ও'রর্কি,  ইশ সোধি (প্রথম ম্যাচ)।

আরও পড়ুন

×