টি-২০ র্যাঙ্কিং সেরা হলেন বিষ্ণয়
ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩ | ১৩:৫৬
ভারতের ২৩ বছর বয়সী লেগ স্পিনার রবি বিষ্ণয় টি-২০ র্যাঙ্কিংয়ের সেরা বোলার হয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে অভিষেক হওয়া এই তরুণ মাত্র ২১টি টি-২০ খেলেছেন। উইকেট নিয়েছেন ৩৪টি। তাতেই সেরার স্থান দখলে নিয়েছেন তিনি।
মজার বিষয় হলো টি-২০ র্যাঙ্কিংয়ের সেরা ৪ বোলারই লেগ স্পিনার। দুইয়ে আছেন আফগানিস্তানের রশিদ খান, তিনে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চারে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ। এছাড়া পাঁচে থাকা মহেশ থিকসানাও স্পিনার। তবে অফ স্পিন করেন তিনি।
টি-২০ র্যাঙ্কিংয়ের সেরা ব্যাটার ভারতের সূর্যকুমার যাদব। দুইয়ে আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। এছাড়া তিনে আছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। চারে আছেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম।
টি-২০ র্যাঙ্কিংয়ের সেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। দুইয়ে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, ভারতের হার্ডিক পান্ডিয়া আছেন তিনে। অনিয়মিত বোলার হয়েও এইডেন মার্করাম আছেন চারে।