গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদকে হারালেন ফাহাদ
ফাহাদ রহমান-নিয়াজ মোরশেদ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩ | ২০:৪৫
বুধবার থেকে ভিয়েতনামের হ্যানয় শহরে শুরু হয়েছে হ্যানয় গ্র্যান্ড মাস্টার ডিসেম্বর এর খেলা। চতুর্থ রাউন্ডের খেলায় আজ গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদকে পরাজিত করেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।
এতে সাড়ে তিন পয়েন্ট অর্জন করে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ৪ খেলায় দেড় পয়েন্ট পেয়েছেন।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক মাস্টার লি জুন হাইয়োকের সাথে ড্র করেন। এছাড়া ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার দাও খুয়ং দাইয়ের সাথে ড্র করেন বাংলাদেশের আরেক গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ।