ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

বোর্নমাউথের কাছে ইউনাইটেডের লজ্জার হার

বোর্নমাউথের কাছে ইউনাইটেডের লজ্জার হার

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩ | ১২:০৩

এক ম্যাচে জয় তো পরেরটিতে হার। এভাবেই যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগের ম্যাচে চেলসিকে ২-১ গোলে হারিয়েছিল তারা। শনিবার ওল্ড ট্রাফোর্ডকে স্তব্ধ করে বোর্নমাউথ জিতেছে ৩-০ গোলে। এতে ক্লাব ইতিহাসে প্রথমবার ম্যানইউর মাঠে জিতলো বোর্নমাউথ।

এদিন আক্রমণে ধার ছিল না ইউনাইটেডের। এতে সুযোগ কাজে লাগিয়ে ডোমিনিক সোলাঙ্কের গোলে পঞ্চম মিনিটেই এগিয়ে যায় বোর্নমাউথ। স্বাগতিকরা দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য মরিয়া ছিল। কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আরও দুটি গোল হজম করে তারা। ফিলিপ বিলিং ও মার্কোস সেনসেই হেড করে জাল কাঁপান। চতুর্থ গোল খেয়েছিল ম্যানইউ। কিন্তু ড্যাঙ্গো ওউয়াত্তারার হাতে লেগে বল জড়ায়। ভিএআর দেখে গোলটি বাতিল করেন রেফারি। এর মধ্যে ৮৪ মিনিটে হলুদ কার্ড দেখেন ব্রুনো ফার্নান্দেজ। যে কারণে লিগে পরের ম্যাচে লিভারপুলের বিপক্ষে মাঠে নামতে পারবেন না এই পর্তুগিজ মিডফিল্ডার।

এই ম্যাচটা জিতলে পয়েন্ট তালিকার শীর্ষ পাঁচে ওঠার সুযোগ ছিল ইউনাইটেডের। ১৬ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে দলটি পড়ে রইল ছয়েই। এবারে লিগে ইউনাইটেডকে নবম হার উপহার দেওয়া বোর্নমাউথের পয়েন্ট সমান ম্যাচে ১৯। ১৩ নম্বরে উঠে এসেছে দলটি।

whatsapp follow image

আরও পড়ুন

×