ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

এশিয়া কাপজয়ী যুবাদের ডিনারের দাওয়াত পাপনের

এশিয়া কাপজয়ী যুবাদের ডিনারের দাওয়াত পাপনের

ছবি- এশিয়ান ক্রিকেট কাউন্সিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩ | ১৫:৫৫

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ২০২০ সালের যুব বিশ্বকাপের পর বয়সভিত্তিক ক্রিকেট দলের হাত ধরে আরও একটি বৈশ্বিক শিরোপা যোগ হলো দেশের ক্রিকেটে। শিরোপা জয়ের পর মাহফুজুর রহমান রাব্বির দল দেশে ফিরছে।

সোমবার বিকেলে দেশে ফিরছেন যুব এশিয়া কাপজয়ী বাংলাদেশ দল। বিকেল ৪.৩৫ এ হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবে এশিয়া কাপজয়ী ক্রিকেটাররা। দলের সঙ্গে ফিরছেন কোচিং স্টাফের সকল সদস্যরাও। 

এশিয়া কাপজয়ী দলের সঙ্গে সংবাদমাধ্যমের বিমানবন্দরে দেখা করার সুযোগ না রাখা হলেও সংবাদ সম্মেলনের ব্যবস্থা রাখা হচ্ছে। জাতীয় ক্রিকেট একাডেমির সামনে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপজয়ী দলের সদস্যদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি।

এমন স্মরণীয় মুহূর্ত এনে দেওয়া যুব ক্রিকেটারদের রাতের খাবারের (ডিনার) জন্য আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  আগামীকাল (মঙ্গলবার) রাতে তারা সেই আমন্ত্রণে যোগ দেবে।

whatsapp follow image

আরও পড়ুন

×