ফর্টিসের কাছে হারল আবাহনী
বাংলাদেশ প্রিমিয়ার লিগ
ছবি- সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩ | ১৮:০৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে শুরুটা ভালো হয়নি আবাহনীর। প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খোঁয়ানোর পর এবার হারতে হলো দুর্বল ফর্টিস এফসির কাছে। ভ্যালেরি গ্রিশিনের একমাত্র গোলে আবাহনীকে হতাশ করে ফর্টিস। ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৩৮ মিনিটেই আবাহনীকে স্তব্ধ করে দেন ভ্যালেরি। গাম্বিয়ান ফরোয়ার্ড পা বাবোউয়ের পাসে ইউক্রেনিয়ান ফরোয়ার্ড ভ্যালেরি বল জালে পাঠাতে ভুল করেননি। ভ্যালেরির গোলেই ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় ফর্টিস।
দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের জন্য মরিয়া ছিল আবাহনী। ৫০ মিনিটে রহিম উদ্দিন বাঁ প্রান্ত দিয়ে বক্সে প্রবেশ করলেও ফর্টিজের গোলরক্ষক সেভ করেন। ম্যাচের বাকি সময় তেমন জোরালো আক্রমণ করতে পারেনি আবাহনী। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ভ্যালেরির ওই একমাত্র গোলেই ম্যাচের নিষ্পত্তি হয়।