পাকিস্তানের দায়িত্ব ছেড়ে কাউন্টিতে ব্র্যাডবার্ন

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ১২:৩৩
শেষ হলো পাকিস্তান ক্রিকেটে গ্র্যান্ট ব্র্যাডবার্ন অধ্যায়। পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন তিনি। বাবর-শাহিনদের সাথে সম্পর্ক শেষ করে পাড়ি জমাচ্ছেন ইংলিশ কাউন্টিতে। সোমবার এক্স হ্যান্ডলে একটি বার্তা লিখে পাকিস্তানের কোচের পদ থেকে সরে দাঁড়ান ব্র্যাডবার্ন।
ইংল্যান্ডের কাউন্টি দল গ্ল্যামরগনের সাথে তিন বছরের চুক্তি করেছেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। আগামী মাস থেকেই দলটির প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি। এর মাধ্যমে শেষ হল পাকিস্তান দলের সাথে তার ৫ বছরের পথচলা।
২০১৮ সাল থেকেই পাকিস্তানের ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন ব্র্যাডবার্ন। শুরুতে ফিল্ডিং কোচ হিসেবে তিনি যুক্ত হলেও এরপর লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান কোচের দায়িত্ব তুলে দেয়া হয় তার কাঁধে। এরপর সাকলাইন মুশতাক পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব ছাড়লে তার স্থলাভিষিক্ত হন ব্র্যাডবার্ন।
সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেয়ার পর মোহাম্মদ হাফিজ স্পষ্ট করে জানিয়ে দেন, পুরো কোচিং স্টাফকেই পরিবর্তন করতে পারেন তারা। গ্র্যান্টের পদ নিয়ে তখন থেকেই আলোচনা শুরু হয়। নিজের পদ অনিশ্চিত জেনেই তিনি চাকরি ছাড়লেন বলে মনে করা হচ্ছে। এক্স অ্যাকাউন্টে গ্র্যান্ট লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেটে যে অসাধারণ অধ্যায় কাটিয়েছি তা শেষ করার সময় এসেছে। পাঁচ বছর তিন রকম দায়িত্ব সামলেছি। যা অর্জন করেছি তা নিয়ে গর্বিত। এত অসাধারণ ক্রিকেটার, কোচ এবং কর্মীদের সঙ্গে কাজ করতে পেরে খুব ভাল লেগেছে। পুরো দলকে আগামী দিনের সাফল্যের জন্য অনেক শুভেচ্ছা।’