ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

বিয়ে করলেন সাদিও মানে

বিয়ে করলেন সাদিও মানে

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ১৪:০৩

সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়ে সতীর্থ হিসেবে সঙ্গে পেয়েছেন পর্তুগিজ পোস্টারবয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। দুজনের দুর্দান্ত বোঝা পড়ায় ভালোভাবেই এগিয়ে যাচ্ছে আল নাসর। এর মধ্যেই এবার জীবনের আরও একটি নতুন অধ্যায় শুরু করেছেন সেনেগালের এই তারকা ফুটবলার।

দীর্ঘদিন প্রেমের পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এমনটাই জানিয়েছে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট স্পোর্টসব্রিফ। বিয়েতে দুই পরিবারের স্বজন ও তাদের বন্ধুরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, মানের স্ত্রীর নাম আয়শা টাম্বা। মানের জন্মস্থান কাসামানসার বাসিন্দা তিনি। আল নাসর ফরোয়ার্ডের মতোই মাডিনগে ভাষায় কথা বলেন তার স্ত্রী। কিশোর বয়স থেকেই তাদের মধ্যে প্রেম ছিল। প্রেম করলেও মানে নিজের ব্যক্তিগত তথ্য সবসময় মিডিয়া থেকে গোপন রাখতেন।

কয়েকদিন আগেই নিজের এলাকা বাম্বলিতে স্টেডিয়াম স্থাপন করে প্রশংসা কুড়ান তিনি। এর আগে সাদিও মানে নিজ গ্রামে একটি হাসপাতাল তৈরি করেন।

আরও পড়ুন

×