‘ভারতের সব ক্রিকেটার মদ খায়, বদনাম হয় আমার’

ছবি- গেটিইমেজেস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ১৫:১৮ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪ | ১৫:২৪
ভারতীয় ক্রিকেট দলে এক সময় নিয়মিত মুখ ছিলেন তিনি। কিন্তু চোট এবং মাঠের বাইরে বিভিন্ন কাজের জন্য নিজের জায়গা দীর্ঘ দিন ধরে রাখতে পারেননি। ভারতের সেই মিডিয়াম পেসার প্রবীণ কুমার আবার বিতর্ক তৈরি করলেন নতুন মন্তব্য করে। এক সাক্ষাৎকারে তার দাবি, সব ভারতীয় ক্রিকেটারই নাকি মদ খান! কিন্তু স্বীকার কেউ করেন না।
২০০৭ সালে অভিষেক হয়েছিল প্রবীণ কুমারের। এরপর থেকে নীল জার্সিদের নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। ভালো পারফরম্যান্সের কারণে সুযোগ পেয়েছিলেন ২০১১ ওয়ানডে বিশ্বকাপেও। কিন্তু ইনজুরির কারণে সে আসর থেকে ছিটকে যেতে হয় তার। এরপর নানা বিতর্কিত কাণ্ডে ২০১২ সালের পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি তার।
কেউ কেউ বলেছেন তার নাকি নিয়মিত মদ্যপানের অভ্যাস রয়েছে। ঝামেলাও করেন সে কারণে। কিন্তু সব দাবিকে উড়িয়ে দিয়েছেন প্রবীণ। তার কথায়, এ সবই তাকে বদনাম করার অপচেষ্টা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক এ পেসার বলেন, ‘ভারতীয় দলে থাকার সময় সিনিয়রেরা খালি বলতো, ‘মদ খাস না, এটা করিস না, ওটা করিস না’। সব সময় একই কথা বলতো। কিন্তু সবাই সব কিছু করে। শেষ পর্যন্ত বদনাম হয় আমার। বলা হয়, ‘পিকে (প্রবীণ কুমার) তো মদ্যপান করে’। আসলে সবাই মদ খায়।’
প্রবীণ কুমারকে জিজ্ঞাসা করা হয়, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলীদের মতো তারকা ক্রিকেটারেরা তাকে কোনও দিন এ ধরনের উপদেশ দিয়েছেন কি না। সাবধানী হয়ে প্রবীণের জবাব, ‘আমি কারও নাম নিতে চাই না। ক্যামেরার সামনে কারও নাম বলব। কিন্তু পিকে'র (প্রবীণ কুমার) বদনাম কে করত সেটা সবাই জানে।’