ঢাকা শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

খরচ মেটাতে ক্যাম্প ন্যুর ঘাস বিক্রি করছে বার্সা! 

খরচ মেটাতে ক্যাম্প ন্যুর ঘাস বিক্রি করছে বার্সা! 

ছবি: গোল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ১৯:৪৩

ঘরের মাঠ ক্যাম্প ন্যুর সংস্কার কাজ করছে বার্সেলোনা। ২০২৫-২৬ মৌসুমে নতুনরূপে ফিরে আসবে ক্যাম্প ন্যুর। আসন সংখ্যা বাড়ানোর সঙ্গে সাজসজ্জায়ও আসবে নতুনত্ব। সেজন্য মোটা অঙ্কের অর্থ ঢালতে হচ্ছে বার্সার। 

সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ১.৪৫ বিলিয়ন ইউরো খরচ হবে ক্যাম্প ন্যু সংস্কারে। টাকার হিসেবে যা ১৭ হাজার ৩শ’ কোটি টাকার মতো। ওই অর্থ জোগাড় যাতে সামান্য হলেও সহজ হয় সেজন্য ক্যাম্প ন্যুর ঘাস বিক্রি করছে বার্সা। 

এছাড়া ১৫ হাজার ইউরোর বিনিময়ে বিক্রি করছে ডায়মন্ড। ভক্তরা এখন ক্যাম্প ন্যুর নিজস্ব স্টোরে এসে ওই ঘাস ও ডায়মন্ড কিনতে পারবেন। ঘাস কিনতে গেলে নূন্যতম ৪৯.৯৯ ইউরো খরচ করতে হবে। এছাড়া ৭৯.৯৯ ইউরোর একটি অফারও আছে। কাঠের ফ্রেমে ঘাস নিতে চাইলে খরচ করতে হবে ৪১৯.৯৯ ইউরো। 

বার্সেলোনা বর্তমানে ৫৪ হাজার দর্শক ধারণক্ষম স্টাডিও অলিম্পিক লুইসকে হোম ভেন্যু বানিয়ে ম্যাচ খেলছে। আর্থিক অবস্থা ভালো না হওয়ায় ক্লাবটি পছন্দের খেলোয়াড় কিনতে পারছে না। জানুয়ারির দলবদলের মৌসুমে তারা ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিতর রকিকে নিবন্ধন করিয়েছে। যাকে আগেই কিনে রেখেছিল। তবে তাকে কেনার অর্থ কিস্তিতে শোধ করবে ক্লাবটি।       

আরও পড়ুন

×