এক মাসে তিনবার রিয়াল-অ্যাথলেটিকো মুখোমুখি

ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ২১:১৯
স্প্যানিশ দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ আগামী এক মাসের মধ্যে তিনবার মুখোমুখি হবে। এর মধ্যে বুধবার রাতে সুপারকাপ দি স্পেনের সেমিফাইনাল খেলতে নামবে দুই দল। ম্যাচটি রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হবে।
এরপর ১৯ জানুয়ারি আবার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। ওই লড়াইটি কোপা দেল রে’র। গ্রুপ পর্ব থেকে দুই দলই শেষ ষোলোয় উঠেছে। সোমবার রাতের ড্র’তে কোপা দেল রে’র কোয়ার্টার যাওয়ার লড়াইয়ে মুখোমুখি পড়েছে তারা।
ওই হিসেবে সুপারকাপের সেমিফাইনাল ও কোপা দেল রে’র শেষ ষোলোয় সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। কাতালানরা বৃহস্পতিবার রাতে ওশাসুনার বিপক্ষে সুপারকাপের ফাইনালের লড়াইয়ে নামবে। এরপর ১৭ জানুয়ারি প্রথম বিভাগ খেলা ইউনিয়নস্টাসের বিপক্ষে নামবে বার্সা।
অ্যাথলেটিকোর বিপক্ষে সুপারকাপ ও কোপা দেল রে’র পর ফেব্রুয়ারির শুরুতে লা লিগার ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি ৪ ফেব্রুয়ারি রিয়ালের মাঠে হবে। পয়েন্ট টিবেলে শীর্ষে থাকা রিয়ালের জন্য লিগের ওই ম্যাচও অতি গুরুত্বপূর্ণ।