ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

লম্বা সময় মাঠের বাইরে সালাহ 

লম্বা সময় মাঠের বাইরে সালাহ 

আফ্রিকান কাপ অব নেশন্স খেলতে গিয়ে ইনজুরিতে সালাহ। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪ | ২০:৩০

লিভারপুলকে লিগ শিরোপার লড়াইয়ে শক্ত অবস্থানে তুলে দিয়েছেন মোহামেদ সালাহ। দারুণ ফর্মে থাকায় তাকে আফ্রিকান কাপ অব নেশন্সে খেলার জন্য ছুটি দিতে চাননি রেসড কোচ জার্গেন ক্লপ। 

কিন্তু দেশের হয়ে খেলতে মরিয়া ছিলেন সালাহ। শিরোপা জিততে চেয়েছিলেন। ওই লড়াইয়ে গিয়ে ইনজুরিতে পড়েছেন তিনি। 

ঘানার বিপক্ষে ২-২ গোলের সমতার ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে তার। শুরুতে মনে হয়েছিল, ইনজুরি গুরুতর নয়। তবে এখন জানা গেছে, মিশর ফাইনালে উঠলেও খেলা হবে না সালাহর। 

লিভারপুল তারকা এখন সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করতে ক্লাবে ফিরে আসবেন। সুস্থ হয়ে মাঠে ফিরতে তার তিন-চার সপ্তাহ লেগে যেতে পারে বলে জানিয়েছে লিভারপুল কর্তৃপক্ষ। 

প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা লিভারপুলের সহকারী কোচ পেপ লিনডার্স জানিয়েছেন, তার হ্যামস্ট্রিংয়ের মাংসপেশিতে চিড় ধরা পড়েছে। যদি আগের মতো সব ঠিকঠাক যায় তাহলে তার সুস্থ হতে তিন-থেকে চার সপ্তাহ লাগতে পারে।

আরও পড়ুন

×