- খেলা
- পাকিস্তানের ওয়ানডেতে বর্ষসেরা বাবর, টি-টোয়েন্টিতে রিজওয়ান
পাকিস্তানের ওয়ানডেতে বর্ষসেরা বাবর, টি-টোয়েন্টিতে রিজওয়ান

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান
২০২১ সালে ঘরোয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে অনবদ্য পারফরম্যান্সের জন্য ক্রিকেটারদের পুরষ্কৃত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার বাবর আজম এবং টি-টোয়েন্টিতে মোহাম্মদ রিজওয়ান।
ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে অনবদ্য পারফরম্যান্স করার স্বীকৃতি দিতে বিভিন্ন ক্যাটাগরিতে বৃহস্পতিবার খেলোয়াড়দের পুরস্কৃত করেছে পিসিবি। ২০২১ সালে ৪৫৫ টেস্ট, ১৩৪ ওয়ানডে ও ১৩২৬ টি-টোয়েন্টি রান করার পাশাপাশি উইকেটের পেছন থেকে ৫৬ ব্যাটসম্যানকে মাঠছাড়া করে মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার হয়েছেন রিজওয়ান। ২৯ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও ১২ হাফ সেঞ্চুরিতে সাজানো ছিল তার গত বছরের টি-টোয়েন্টি পারফরম্যান্স।
গত বছর খুব বেশি ওয়ানডে খেলার সুযোগ না পেলেও দারুণ পারফর্ম করেছিলেন বাবর। পুরো বছরে ৬ ওয়ানডে খেলা পাকিস্তানের অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৪০৫ রান। ৯ টেস্টে ৪১ উইকেট নিয়ে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন হাসান আলী। বছরের সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। এছাড়া বর্ষসেরা ইম্প্যাক্টফুল পারফরম্যান্সের অ্যাওয়ার্ড জিতেছেন পেসার শাহীন শাহ আফ্রিদি।
বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন নিদা দার। পাকিস্তান উইমেন’স কাপ ১৪৬ রান ও ১৪ উইকটে নেন তিনি। এছাড়া ১০ ওয়ানডেতে ৩৬৩ রান ও ৬ উইকেট এবং ৬ টি-টোয়েন্টিতে ৯৫ রান ও ৫ উইকেট।
মন্তব্য করুন