- খেলা
- ম্যারাথনে এসে শেষ হল জীবনের দৌড়
ম্যারাথনে এসে শেষ হল জীবনের দৌড়

টুকু জামিল
চট্টগ্রামে আয়োজিত সেইলর সিটি হাফ ম্যারাথনে অংশ নিতে গিয়ে টুকু জামিল (৪৫) নামে এক প্রতিযোগী মারা গেছেন। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের পতেঙ্গা সৈকত এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। আকস্মিক এই মৃত্যুতে আয়োজক এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
৪৫ বছর বয়সী পটুয়াখালীর এই দৌড়বিদ ২১ কিলোমিটার দৌড় শেষে ফিনিশ লাইনে পৌঁছে বিজয় উদযাপন করেন। কিন্তু মুহূর্তেই সব বিষাদে পরিণত হয়। দৌড়বিদ টুকু জামিল হঠাৎ লুটিয়ে পড়েন। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, উনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। দৌড় ক্রীড়াক্ষেত্রের পরিচিত মুখ টুকু জামিল পটুয়াখালীতে দৌড়বিদদের সংগঠন 'টিম পটুয়াখালীর' প্রতিষ্ঠাতা। ক্রীড়াবিদ হিসেবেও তিনি পরিচিত ছিলেন।
মন্তব্য করুন