চলতি মাসের শেষ সপ্তাহে অর্থাৎ আগামী ২৮ জানুয়ারি চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এ ছাড়া পরের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলবে মেসি বাহিনী। যদিও এই দুটি ম্যাচে অধিনায়ক লিওনেল মেসি খেলবেন কি না সেটি নিয়ে এত দিন একটা ধোঁয়াশা ছিল।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বড়দিনের ছুটিতে প্যারিস ছেড়ে আর্জেন্টিনায় এসে করোনায় আক্রান্ত হন মেসি। মেসির এ করোনা আক্রান্তের খবরে বিচলিত হয়ে পড়েন কোচ স্কালোনি। সে কারণেই চলতি মাসেই মেসিকে আবার আর্জেন্টিনায় ডাকা থেকে বিরত থাকতে চেয়েছিলেন তিনি।

এদিকে করোনা থেকে সেরে উঠেছেন মেসি। নেগেটিভ হয়ে মেসি ফিরেছেন পিএসজির আঙিনায়। এখন ডাক্তারদের প্রাসঙ্গিক ফিটনেস পরীক্ষার পর জানা যাবে তিনি ম্যাচে ফিরতে পারবেন কি না।

লাতিন আমেরিকা অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে আগেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। তবে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব এখনো শেষ হয়নি। এখন পর্যন্ত খেলা ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট সংগ্রহ করেছে আর্জেন্টিনা। যেখানে আট জয়ের বিপরীতে আছে পাঁচ ড্র।