মাউন্ট মঙ্গানুইতে দাপুটে এক জয়ে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে উঠে এসেছিল তালিকার পাঁচ নম্বরে। তবে একদিন পার হতেই টাইগারদের এক ধাপ নিচে নামিয়ে দিলো দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।

এই জয়ের পর দক্ষিণ আফ্রিকা উঠে এসেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে। বাংলাদেশ নেমে গেছে ছয়ে।

বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকার পয়েন্ট এখন সমান। তবে শতাংশ ব্যবধানে এগিয়ে থেকেই ওপরে রয়েছে প্রোটিয়ারা। তাদের জয়ের হার ৫০ শতাংশ, বাংলাদেশের ৩৩.৩৩। 

বাংলাদেশের নিচে আছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড আর ইংল্যান্ড। মাত্র ৬ পয়েন্ট নিয়ে সবার শেষে অ্যাশেজ সিরিজে টানা তিন টেস্ট হারা ইংলিশরা।