- খেলা
- ক্রাইস্টচার্চ টেস্ট: বাংলাদেশের হতাশার দিন
ক্রাইস্টচার্চ টেস্ট: বাংলাদেশের হতাশার দিন
নিউজিল্যান্ডের বিপক্ষে হতাশার দিন পার করল বাংলাদেশ। প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে ৩৪৯ রান করেছে কিউইরা। ডাবল সেঞ্চুরির পথে ১৮৬ রানে টম ল্যাথাম ও সেঞ্চুরির পথে ৯৯ রানে অপরাজিত আছেন ডেভন কনওয়ে।
তাদের দু'জনের ২০১ রানের জুটিতে 'রান উৎসব' করল নিউজিল্যান্ড। বাংলাদেশের প্রাপ্তি মাত্র ১ উইকেট। উইল ইয়াংকে আউট করেছেন শরীফুল। সব মিলিয়ে হতাশাময় দিন পার করল বাংলাদেশ।
টস হেরেও শুরু থেকে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলে স্বাগতিকরা। নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলকে প্রথম সেশন কাটাতে হয় উইকেটশূন্য। প্রথম ঘণ্টায় সতর্ক ব্যাটিং করলেও দ্বিতীয় ঘণ্টায় দাপট দেখায় নিউজিল্যান্ড। তাতে প্রথম সেশনটা নিজেদের করে নেয় স্বাগতিকরা।
আলোচনা করেছেন সমকারে ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল ও সিনিয়র রিপোর্টার সেকান্দার আলী।
মন্তব্য করুন