- খেলা
- অবসর ভেঙে ফিরলেন ভানুকা রাজাপাকশে
অবসর ভেঙে ফিরলেন ভানুকা রাজাপাকশে

ভানুকা রাজাপাকশে
অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন শ্রীলঙ্কা ব্যাটসম্যান ভানুকা রাজাপাকশে। গত ৫ জানুয়ারি হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৩০ বছর বয়সী ব্যাটার ভানুকা। শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) চিঠি দিয়ে ভানুকা জানিয়েছিলেন, অনেক ভেবেচিন্তেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
তবে আজ ভানুকা তার অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। অবসরের সিদ্ধান্ত জানানোর পর গত ৯ জানুয়ারি শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী নমল রাজাপক্ষে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানান। ১২ জানুয়ারি নমল ভানুকার সাথে সাক্ষাৎ করেন। সেখানে বেশ দীর্ঘ আলাপ হয়। সেই আলোচনা যে ফলপ্রসূ হয়েছে তা ভানুকার সিদ্ধান্ত পরিবর্তনেই স্পষ্ট।
তার অবসর নেবার ঘোষণা আসার পর লাসিথ মালিঙ্গা সহ বেশ কয়েকজন সাবেক ও বর্তমান লঙ্কান ক্রিকেটার তাকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানান।
Pursuant to a meeting with the Hon.@RajapaksaNamal – Minister of Youth & Sports and after consulting with the National Selectors, Bhanuka Rajapaksa has notified SLC that he wishes to withdraw his resignation which he tendered to SLC, with immediate effect.https://t.co/pkmVokzvMy
— Sri Lanka Cricket ???????? (@OfficialSLC) January 13, 2022
মন্তব্য করুন