- খেলা
- উইন্ডিজকে হারিয়ে যুব বিশ্বকাপে অজিদের শুভযাত্রা
উইন্ডিজকে হারিয়ে যুব বিশ্বকাপে অজিদের শুভযাত্রা

উদ্বোধনী দিনে জিতল অস্ট্রেলিয়া
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ক্যারিবিয়দের দেওয়া ১৭০ রানের টার্গেট ৩১ বল হাতে রেখেই তুলে ফেলে অজি যুবারা। দিনের ওপর ম্যাচে স্কটল্যান্ডকে ৪০ রানে হারিয়ে শুভ সূচনা করেছে লঙ্কান যুবারা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পরে ক্যারবিয়রা। মাত্র ১২ রানেই তিন টপ অর্ডারের উইকেট হারায় তারা। আকিমের ৫৭ রান ছাড়া আর কোন ব্যাটার ভাল করতে না পারলে ১৬৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তিনটি করে উইকেট নেন হোয়াইটনি, রাধাকৃষ্ণান ও কুপার।
জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনার মিলার ব্যক্তিগত শূন্য রানে আউট হলেও অপর ওপেনার উইলির অপরাজিত ৮৬ রানে ভর করে ছয় উইকেটের সহজ জয় পায় অস্ট্রেলিয়া। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের পরের ম্যাচ সোমবার স্কটল্যান্ডের বিপক্ষে।
মন্তব্য করুন