- খেলা
- আইপিএল আয়োজন করতে চায় শ্রীলঙ্কা
আইপিএল আয়োজন করতে চায় শ্রীলঙ্কা

আইপিএল হতে পারে শ্রীলঙ্কায়
ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২২ মৌসুম ভারতের আয়োজন সম্ভব না হলে দক্ষিণ আফ্রিকা কিংবা শ্রীলঙ্কায় মাঠে গড়াতে পারে টুর্নামেন্টটি। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এদিকে প্রথমবারের মতো নিজেদের মাটিতে আইপিএল আয়োজন করতে চায় শ্রীলঙ্কা। এর আগে ২০০৯ সালে আইপিএল আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি'লিসভা ক্রিকবাজকে জানিয়েছে, 'শ্রীলঙ্কায় আইপিএল করতে আমরা খুবই আগ্রহী। এই বিষয়ে আমরা বিসিসিআইয়ের সঙ্গে খুব শিগগিরই কথা বলব। শ্রীলঙ্কায় কোভিডের পরিস্থিতি খুব একটা খারাপ নয়। আমরা খুব ভালো ভাবেই এই টুর্নামেন্টের আয়োজন করব।'
গত বছর সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি শ্রীলঙ্কাও আইপিএল আয়োজনে আগ্রহ দেখিয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআইয়ের এক বলেছেন, 'আমরা সব সময় সংযুক্ত আরব আমিরাতের উপর ভরসা করতে পারি না, তাই আমরা অন্যান্য বিকল্পের কথাও ভাবছি। দক্ষিণ আফ্রিকার সময়ের পার্থক্যও খেলোয়াড়দের জন্য সুবিধাজনক হবে।'
মন্তব্য করুন