- খেলা
- যে কারণে নারী ভক্তদের সঙ্গে ছবি তোলেন না রিজওয়ান
যে কারণে নারী ভক্তদের সঙ্গে ছবি তোলেন না রিজওয়ান

মোহাম্মদ রিজওয়ান
প্রিয় ক্রিকেটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ এবং তাদের সঙ্গে ছবি তোলা নিঃসন্দেহে যে কোনো ক্রিকেট ভক্তের জন্য স্বপ্ন। এক্ষেত্রে লিঙ্গের প্রশ্ন অবান্তর। কিন্তু পাকিস্তানের তুমুল জনপ্রিয় ক্রিকেট তারকা মোহাম্মদ রিজওয়ানকে এখন পর্যন্ত কোনো নারী ভক্তের সঙ্গে ছবি তুলতে দেখা যায়নি।
পাকিস্তান জাতীয় দলের উইকেটকিপার–ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান অবশেষে এর কারণ জানালেন। নারীদের বিষয়ে কেন লাজুক এমন প্রশ্নের জবাবে রিজওয়ান বলেন, এটা লজ্জার কোনো বিষয় নয় বরং ব্যক্তিগত। প্রত্যেক ক্রিকেটারের নিজস্ব কিছু বিষয় আছে।
রিজওয়ান বলেন, 'আমি নারীদেরকে অনেক সম্মান করি এবং আমি চাই যেসব মা এবং বোনেরা আমার ভক্ত, তারা যেন কোনো বিব্রতকর পরিস্থিতিতে না পড়েন।'
রিজওয়ান বলেন, আমার কাছে নারীদের অবস্থান অনেক উঁচুতে। আমি মনে করি, মা-বোনরা যারা আমার ভক্ত; এটা নিয়ে তারা রাগ করবে না।
উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশ সফরে ওয়ানডে অভিষেক হয় রিজওয়ানের। ওই সফরেই টি-টোয়েন্টি অভিষেকও হয় তার। পরের বছর নিউজিল্যান্ড সফরে টেস্ট অভিষেক হয় এই উইকেটরক্ষকের। ব্যক্তিগত জীবনে রিজওয়ান এক কন্যা সন্তানের বাবা।
মন্তব্য করুন