- খেলা
- ভিসা পেয়ে গেছেন, বাংলাদেশে আসছেন সিডন্স
ভিসা পেয়ে গেছেন, বাংলাদেশে আসছেন সিডন্স

জেমি সিডন্স
টানা চার বছর বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন জেমি সিডন্স। ২০০৭ থেকে ২০১১ সালের পর স্বদেশে ফিরে গিয়েছিলেন তিনি। বাংলাদেশ ক্রিকেটে সিডন্সের অধ্যায় নতুন করে আবারও শুরু হচ্ছে। সম্প্রতি তাকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
সে লক্ষ্যে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশে আসছেন সিডন্স। তার আশা, আগামী মাসের ১ তারিখ থেকেই কাজ শুরু করে দেওয়ার। এরই মধ্যে বাংলাদেশের ভিসা পেয়ে গেছেন তিনি। নিজের কোচিংয়ের পেজে দেওয়া এক ভিডিওবার্তায় ভিসা পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিডন্স।
সিডন্স বলেছেন, 'বাংলাদেশের ভিসা পেয়ে গেছি আমি। আমার পরবর্তী কোচিং অধ্যায় হবে সেখানে। আশা করছি দুই বছর কাজ করব। অক্টোবরে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফিরব অস্ট্রেলিয়ায়। আমি জাতীয় দলের ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করব, পাশাপাশি তরুণ নিয়েও কাজ করব।'
সঙ্গে যোগ করেন সিমন্স, 'এই মাসের শেষদিকের টিকিট করবো। আশা করছি ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই কাজ শুরু করতে পারবো। বাংলাদেশে আগেও কাজ করেছি। তখন দারুণ সময় কেটেছে। এবারও ভালো হবে আশা করছি।'
সাম্প্রতিক সময়ের বাংলাদেশ দল নিয়ে নিজের ভাবনা সম্পর্কে সিডন্স জানান, 'সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভালো জয় পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। এছাড়া সবচেয়ে উল্লেখযোগ্য হলো টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে পাওয়া জয়টি। প্রথম ম্যাচে তারা সবকিছুই ভালো করেছে। ব্যাটিং দুর্দান্ত ছিল, বোলিংয়েও ভালো করেছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে আবার সব উলটে গেল। আমি জানি না কেনো এমন হয়েছে। তবে এ বিষয়টাই হয়, কিছুটা অধারাবাহিক। আশা করি সেখানে গিয়ে এ বিষয়ে সাহায্য করতে পারব।'
মন্তব্য করুন