- খেলা
- আইপিএলের নিলামে নাম লেখাননি যেসব তারকারা
আইপিএলের নিলামে নাম লেখাননি যেসব তারকারা

আইপিএলে নাম লেখাননি টি-টোয়েন্টির বড় তারকারা
সব ঠিক থাকলে আগামী মাসের ১২ ও ১৩ তারিখ ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ২০২২ আইপিএলের নিলাম। এবারের আইপিএলে বাংলাদেশ থেকে ৯ ক্রিকেটার রয়েছেন নিলামে। সব মিলিয়ে আছেন ১২১৪ জন ক্রিকেটার। তার মধ্যে তার মধ্যে ৮৯৬ জন ভারতীয় ক্রিকেটার। আর ৩১৮ জন বিদেশি।
এবারের আইপিএলে নানা কারণে দেখা মিলবে না টি-টোয়েন্টির অনেক বড় বড় তারকাদের। আইপিএলের নিলামে না থাকা বড় নামগুলোর মধ্যে আছেন ক্রিস গেইল, মিচেল স্টার্ক, স্যাম কারান, বেন স্টোকস, জোফরা আর্চার ও ক্রিস ওকস।
আইপিএলের সর্বশেষ আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন গেইল। ১০ ম্যাচে ২১.৪৪ গড়ে করেন ১৯৩ রান। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ব্যাট ছিল একদমই মলিন। আইপিএলের পাশাপাশি অন্য ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতেও সাম্প্রতিক সময়ে রান নেই গেইলের ব্যাটে। আইপিএলের পরের আসরের মেগা নিলামে তাই নিজের নাম পাঠাননি টি-টোয়েন্টির ইতিহাসের সফলতম এই ব্যাটসম্যান।
মিচেল স্টার্ক আইপিএল এবারের আসরে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নাম নিবন্ধন করেননি। অন্যদিকে ইংল্যান্ডের বেন স্টোকস অ্যাশেজ সিরিজ খেলে ক্লান্তি কাটানোর জন্য আইপিএলে না খেলার সিদ্ধান্ত নেন। আগের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা স্যাম কারান অজানা কারণে এবার নিলামেই নাম নিবন্ধন করেননি।
গেল বছর ইনজুরির কারণে আইপিএল খেলতে পারেননি আর্চার। ইনজুরির ভয়েই হয়তো এবার তিনি নিলামেই অংশ নিতে আগ্রহ দেখাননি।
ক্রিকইনফো এখনও পুরো তালিকা প্রকাশ করেনি। তবে, সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি প্রাপ্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে তারা। যেখানে রয়েছে বাংলাদেশের সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের নামও।
মন্তব্য করুন