বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মিনিস্টার ঢাকা। শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে চট্টগ্রাম।

দুই দলেরই এটা তাদের দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে দুই দলই হারের মুখ দেখেছে।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে চট্টগ্রাম। দলীয় ৬ রানে ওপেনার কেনার লুইসকে এলবির ফাঁদে ফেলেন রুবেল হোসেন। তবে আরেক ওপেনার উইল জ্যাক সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন। ২৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ইনিংস সাজানোর পর শুভাগত হোমের বলে বোল্ড হন।

এরপর বেশিক্ষণ থাকতে পারেননি আফিফ। আরাফাত সানীর বলে ব্যক্তিগত ১২ রানে ফেরেন সাজঘরে। তবে ১৭ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলেন সাব্বির রহমান। রুবেলের বলে বোল্ড হওয়া এই তারকা ২টি চার ও সমান ছক্কা হাঁকান। 

শেষ দিকে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ২৫ বলে ২৫ ও বেনি হাওয়েলের ১৯ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংসে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ১৬১ রান।

ঢাকার বোলারদের মধ্যে রুবেল সর্বোচ্চ ৩ উইকেট পান। এছাড়া আরাফাত সানী, ইসুরু ইদানা, শুভাগত ও মাহমুদউল্লাহ ১টি করে উইকেট দখল করেন।

এ ম্যাচে অপরিবর্তিত রয়েছে দুদলের একাদশ।

মিনিস্টার ঢাকা: 

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, জহুরুল ইসলাম, শুভাগত হোম, আরাফাত সানি, রুবেল হোসেন, এবাদত হোসেন, ইসুরু উদানা, মোহাম্মদ শাহাজাদ (উইকেট রক্ষক), আন্দ্রে রাসেল।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: 

কেনার লুইস, শামিম হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাঈম ইসলাম, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ।