- খেলা
- জোটার জোড়া গোলে লেস্টারকে হারাল লিভারপুল
জোটার জোড়া গোলে লেস্টারকে হারাল লিভারপুল

সালাহর ফেরার ম্যাচে জয়ের নায়ক জোটা
ডিয়েগো জোটার জোড়া গোলে লেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়েছে লিভারপুল। দারুণ জয়ে লিগ টেবিলে ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান কমাল কোচ ইয়ুর্গেন ক্লপের দল।
অ্যানফিল্ডে ম্যাচের ৩৪তম মিনিটে জোটার গোলে এগিয়ে যায় লিভারপুল। বিরতির আগে আর গোলের দেখা পায়নি কোন দলই। এরপর দ্বিতীয়ার্ধের শেষের দিকে ৮৭ মিনিটে জোটার গোলেই জয় নিশ্চিত করে লিভারপুল। শেষ পর্যন্ত ২-০ গোলেই খেলা শেষ হয়।
ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য লিভারপুলের নেওয়া ২২ শটের ১১টি লক্ষ্যে ছিল। লেস্টারের ৫ শটের একটি ছিল লক্ষ্যে।
২৩ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে চেলসি। ৪০ পয়েন্ট নিয়ে চারে আছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। আরেক ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের মাঠে ১-০ গোলে জিতে ৩৯ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে আর্সেনাল। দুই ম্যাচ কম খেলেছে তারা।
মন্তব্য করুন