প্রায় পৌনে দুই বছর পর মাঠে বসে খেলা দেখার সুযোগ পেয়েছিল দর্শক। টি২০ বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজটি হয় দর্শক নিয়ে। মোট আসনের ৫০ শতাংশ অর্থাৎ অর্ধেকটা ফাঁকা রেখে ক্রিকেট মাঠে দর্শকের প্রবেশাধিকার দেওয়া হয়। করোনাকালে মাঠে বসে খেলা দেখে খুশি ছিলেন দর্শক। পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিপিএলেও পঞ্চাশ শতাংশ দর্শক রাখার পরিকল্পনা ছিল বিসিবির। কিন্তু হঠাৎ করে করোনো সংক্রমণ বেড়ে যাওয়ায় স্টেডিয়ামে দর্শক নিয়ে খেলা চালানোর অনুমতি দেয়নি সরকার। 

গতকাল জানা গেল, বিপিএলের প্লে-অফে দর্শক ফেরানোর পরিকল্পনা আছে বিসিবির। কোয়ালিফায়ার, এলিমিনেটর ম্যাচে না হলেও ফাইনালে দর্শক ফেরানো হতে পারে। কোনো কারণে বিপিএলে না হলে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের হোম সিরিজে গ্যালারিতে দর্শক থাকবে। তবে মোট আসনের কত শতাংশ দর্শক প্রবেশাধিকার থাকবে, সেটা চূড়ান্ত হয়নি।

ফুটবলের পর ক্রিকেটেও দর্শক নিয়ে খেলা হচ্ছে গত বছর থেকে। ইংল্যান্ডে দ্বিপক্ষীয় সিরিজ দিয়ে মাঠে দর্শক ফেরে। নিউ নরমাল সময়ের সঙ্গে মানিয়ে নিয়ে টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় দর্শক উপস্থিতিতে। ওমান এবং আরব আমিরাতে ৭৫ শতাংশ দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পেয়েছে। 

বিশ্বকাপ থেকে উজ্জীবিত হয়ে বিসিবিও গত বছরের শেষ সিরিজে দর্শক মাঠে ফেরায়। সরকারি বিধিনিষেধের কারণে বিপিএলে সে ধারাবাহিকতা রাখা সম্ভব হয়নি। তবে বিশেষ ব্যবস্থায় ১০০ মানুষ খেলা দেখার সুযোগ পাচ্ছেন। তারা আবার ফ্র্যাঞ্চাইজি এবং বিসিবি সংশ্নিষ্ট। যারা স্বাস্থ্যবিধি মেনে খেলা দেখেন।