- খেলা
- সাকিব ঝড়ে ঢাকাকে হারিয়ে শীর্ষে বরিশাল
সাকিব ঝড়ে ঢাকাকে হারিয়ে শীর্ষে বরিশাল

বিপিএলের ২৮ তম ম্যাচে মিনিস্টার ঢাকাকে হারিয়েছে ফরচুন বরিশাল। এই হারে প্লে-অফে যাওয়া নিয়ে সংশয়ে পড়েছে মিনিস্টার ঢাকা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৮ রান জড়ো করে ঢাকা। জবাবে সাকিব আল হাসানের দুর্দান্ত অর্ধশতকে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে বরিশাল। আর তাতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ফরচুন বরিশাল।
রান তাড়া করতে নেমে দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় বরিশাল। মাত্র ৭ রান করেই বিদায় নেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। এরপর মুনিম শাহরিয়ারকে নিয়ে লড়াই চালিয়ে যান নাজমুল হোসেন শান্ত। মুনিম ২৫ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৭ রান করে বিদায় নিলেও শান্তর সঙ্গে দারুণ জুটি গড়েন সাকিব।
এরপর আর উইকেটের পতন ঘটতে দেননি নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। এ দুজনের ৮.৪ ওভারে অবিচ্ছিন্ন ৮৩ রানের জুটিতে সহজেই ম্যাচ জিতে যায় বরিশাল। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন সাকিব। মাত্র ২৯ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন সাকিব। শান্ত অপরাজিত থাকেন ২৮ বলে ২৮ রানে।
ম্যাচের প্রথম ইনিংসে বল হাতে ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ১ উইকেট নিয়েছিলেন সাকিব। এর সঙ্গে ব্যাট হাতে ঝড়ো ফিফটির সুবাদে ম্যান অব ম্যাচ পুরস্কার জিতেছেন তিনিই। এ নিয়ে টানা পাঁচ ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতলেন সাকিব। চলতি আসরে নিজের তৃতীয় ফিফটি হাঁকানোর পর সাকিব এখন চলতি বিপিএলের চতুর্থ সর্বোচ্চ রান (২৭৬) সংগ্রাহক। তার আগে আছেন শুধু তামিম ইকবাল (৪০৭), কলিন ইনগ্রাম (৩০৯) এবং উইল জ্যাকস (৩০৬)।
বল হাতে ঢাকার শফিউল ও কাইস আহমেদ ১টি করে উইকেট তুলে নিয়েছেন।
এর আগে তামিমের ফিফটিতেও চ্যালেঞ্জ দিতে পারেনি ঢাকা। ৯ চার ও ১ ছয়ে ৫০ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন তামিম। ৪৮ বলে ৮ চারে এই বাঁহাতি ওপেনার দেখা পেয়েছিলেন ফিফটির। ২৭ বল খেলে ২১ রান নিয়ে অপরাজিত ছিলেন শুভাগত হোম। এ ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের মুখ দেখেননি।
বল হাতে বরিশালের ডোয়াইন ব্র্যাভো, শফিউল ইসলাম ও মেহেদী হাসান রানা ২টি করে উইকেট তুলে নিয়েছেন। এছাড়া মুজিব-উর-রহমান, সাকিব আল হাসান ১টি করে উইকেট ঝুরিতে পুরেছেন।
মন্তব্য করুন