- খেলা
- ওয়ালটন-মিরাজের তাণ্ডবে বড় স্কোর চট্টগ্রামের
ওয়ালটন-মিরাজের তাণ্ডবে বড় স্কোর চট্টগ্রামের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। এলিমিনেটরে টস হেরে ব্যাট করতে নেমে চ্যাডউইক ওয়ালটন ও মিরাজের বিধ্বংসী ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান তোলে চট্টগ্রাম। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটরে খুলনার জয়ের লক্ষ্য দাঁড়াল ১৯০। এই ম্যাচে যে দল হারবে তারা এই আসর থেকে ছিটকে যাবে। আর জয়ী দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচের পরাজিত দলের বিপক্ষে।
ম্যাচের আগেই দুঃসংবাদ পায় চট্টগ্রাম, অসুস্থতার জন্য ফর্মের তুঙ্গে থাকা জ্যাকসকে রাখা হয়নি এই একাদশে। তবে জ্যাকস না থাকলেও শুরুতে কেনার লুইস নেমে খেলেন হাত খুলে। আরেক ওপেনার জাকির হোসেন শূন্য রানে ফেরেন খালেদ আহমেদের বলে ক্যাচ দিয়ে। এরপর আফিফ হোসেন ৩ রান করে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন রুয়েল মিয়ার বলে। ওয়ালটন-লুইস জুটি স্কোর বোর্ডে ৩৮ রান যোগ করেন। লুইসকে ৩৯ (৩২) রানে ফেরান নাবিল সামাদ।
শামিম হোসেন এদিন ১০ রান করে সাজঘরে ফেরেন। এরপর ঝড় তোলেন ওয়ালটন। মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৫৮ বলে ১১৫ রানের জুটিতে ওয়ালটন ২৮ বলেই করেন ৭৮ রান।
মিরাজ ৩৬ (৩০) বলে খালেদ আহমেদের বলে বোল্ড হয়ে ফিরলেও ওয়ালটন শেষ পর্যন্ত টিকে থেকে খেলেন সমান ৭টি চার ও ছয়ে ৪৪ বলে ৮৯ রানের ইনিংস। শেষ দিকে বেনি হাওয়েল ৩ বলে করেন ৮ রান। তাতে চট্টগ্রামের সংগ্রহ ৫ উইকেটে ১৮৯ রান।
খুলনার পক্ষে ২ উইকেট নেন খালেদ আহমেদ। ১টি করে উইকেট নেন নাবিল সামাদ, রুয়েল মিয়া ও শেখ মেহেদী।
খুলনা তাদের একাদশে দুটি পরিবর্তন করেছে। নাভিন উল হক ও জাকের আলী অনিকের বদলে ঢুকেছেন সিকান্দার রাজা ও রুয়েল মিয়া। আর চট্টগ্রামের একটি পরিবর্তন। উইল জ্যাকসের বদলি কেন্নার লুইস।
খুলনা একাদশ:
মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), আন্দ্রে ফ্লেচার, ইয়াসির আলী চৌধুরী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, সৈয়দ খালেদ আহমেদ, সৌম্য সরকার, নাবিল সামাদ, সিকান্দার রাজা, রুয়েল মিয়া।
চট্টগ্রাম একাদশ:
আফিফ হোসেন (অধিনায়ক), কেন্নার লুইস, আকবর আলী (উইকেটকিপার), বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, চ্যাডউইক ওয়ালটন, শরিফুল ইসলাম, শামীম হোসেন, নাসুম আহমেদ, জাকির হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী।
মন্তব্য করুন