বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।

প্রথম কোয়ালিফায়ারে একাদশে তিন পরিবর্তন এনেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ফরচুন বরিশাল। কুমিল্লার একাদশে ফিরেছেন লিটন দাস, ইমরুল কায়েস এবং মোস্তাফিজুর রহমান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মহিদুল ইসলাম অংকন, মোস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, শহিদুল ইসলাম, সুনীল নারিন, মঈন আলী এবং ফাফ ডু প্লেসিস।

ফরচুন বরিশাল 

সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, ডুয়েন ব্রাভো, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মুজিব উর রহমান, শফিকুল ইসলাম এবং মেহেদী হাসান রানা।