- খেলা
- বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা

অনুশীলন ক্যাম্প করতে সিলেটে আফগান ক্রিকেটাররা
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। এক সিরিজ পর ওয়ানডে দলে ফিরেছেন মোহাম্মদ নবী, ইব্রাহিম জাদরান। টি-টোয়েন্টি দলে এসেছে অনেকগুলো অদল-বদল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে চট্টগ্রামে ২৩ ফেব্রুয়ারিতে। আর টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে ৩ মার্চে ঢাকায় মিরপুরে।
চলতি বিপিএলে খেলা স্পিনার কাইস আহমেদ ও পেসার ফজল হক ফারুকি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পেয়েছেন। এই ফজল হক আইপিএলের নিলামেও দল পেয়েছেন। জায়গা হারিয়েছেন বিপিএলে ঢাকার হয়ে খেলা উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ শেহজাদ। আসন্ন টি-টোয়েন্টিতে আফগান স্কোয়াডে নতুন মুখ তরুণ পেসার নিজাত মাসুদ।
ওয়ানডে সিরিজের জন্য অধিনায়ক করা হয়েছে হাশমতউল্লাহ শহিদিকে। দলে আছেন মুজিব উর রহমান ও রশিদ খানের মতো অন্যতম তারকা। টি-টোয়েন্টি সিরিজের জন্য অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ নবীকে।
ওয়ানডে দল
হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, ফজল হক ফারুকি, গুলবদীন নাঈব, ইব্রাহিম জাদরান, ইকরাম আলী খিল, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, রিয়াজ হাসান, শহিদউল্লাহ কামাল ও ইয়ামিন আহমেদজাই।
রিজার্ভ: কায়েস আহমেদ ও সেলিফ সাফি।
টি-টোয়েন্টি দল
মোহাম্মদ নবী (অধিনায়ক), আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হযরতউল্লাহ জাজাই, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নিজাত মাসিদ, কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, শরাফুদ্দিন আশরাফ ও উসমান ঘানি।
মন্তব্য করুন