বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লার দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। ফাইনালের টিকেট নিশ্চিত করতে কুমিল্লার লক্ষ্য ১৪৪ রান।

টস হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন বরিশালের দুই ওপেনার ক্রিস গেইল ও তরুণ মুনিম শাহরিয়ার। ৬.২ ওভারে উদ্বোধনী জুটিতে দুজনে তোলেন ৫৮ রান। ক্রিস গেইলকে ফিরিয়ে জুটি বিচ্ছিন্ন করেন শহিদুল ইসলাম। ১৯ বলে চারটি চারে ২২ রান করেন গেইল।
দ্বিতীয় উইকেট জুটিতে শান্তকে সাথে নিয়ে আগাতে থাকেন মুনিম। দলীয় ৮৪ রানে এই জুটি ভাঙেন তানভির ইসলাম। ৩০ বলে ৪৪ রান করে ফেরেন মুনিম। তার ইনিংসে ছিল দুটি চার ও চারটি ছক্কার মার।
একই ওভারে দুর্ভাগ্যজনক রান আউট হন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। টানা পাঁচ ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার নেয়া সাকিব এবার ফেরেন ২ বলে ১ রান করে।
এরপর নাজমুল হোসেন শান্ত ফেরেন ১৩ রান করে। তৌহিদ হৃদয়কে ১ রান করতেই ফেরান মঈন আলী।
এরপর জিয়া ও ব্রাভোয় ১০০ পার করে বরিশাল। দলীয় ১১০ রানে স্টাম্পিংয়ের শিকার হন জিয়া। ১২ বলে দুই চার ও এক ছক্কায় ১৭ রান করেন তিনি। ব্রাভো ও নুরুল হাসান বেশিক্ষণ টিকতে পারেননি। ১৯তম ওভারে দুজনই আউট হন শহিদুলের বলে। ২১ বলে এক ছক্কায় ১৭ রান করেন ব্রাভো। ১৩ বলে এক চারে ১১ রান করেন নুরুল হাসান।
বল হাতে কুমিল্লার হয়ে ৩ উইকেট নেন শহিদুল। মঈন আলী দুটি, সুনীল নারিনে ও তানভির নেন একটি করে উইকেট।

প্রথম কোয়ালিফায়ারে একাদশে তিন পরিবর্তন এনেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ফরচুন বরিশাল। কুমিল্লার একাদশে ফিরেছেন লিটন দাস, ইমরুল কায়েস এবং মোস্তাফিজুর রহমান।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মহিদুল ইসলাম অংকন, মোস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, শহিদুল ইসলাম, সুনীল নারিন, মঈন আলী এবং ফাফ ডু প্লেসিস।
ফরচুন বরিশাল
সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, ডুয়েন ব্রাভো, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মুজিব উর রহমান, শফিকুল ইসলাম এবং মেহেদী হাসান রানা।