- খেলা
- আফগানদের বিপক্ষে ওয়ানডেতে তিন নতুন মুখ
আফগানদের বিপক্ষে ওয়ানডেতে তিন নতুন মুখ

আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিসিবির প্রধান নির্বাচক নান্নু এই দল ঘোষণা করেন।
ওডিআই দল নির্বাচনে চমক দিয়েছে নির্বাচকমণ্ডলী। দলে নতুন মুখ মাহমুদুল হাসান জয়। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দারুণ খেলার উপহার পেলেন ওয়ানডে দলে জায়গা পেয়ে। এছাড়া ওয়ানডে দলে নতুন মুখ এবাদত হোসেন ও নাসুম আহমেদ।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াছির আলি চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।
মন্তব্য করুন