- খেলা
- শ্রীলঙ্কা সফরে যাবেন বলেই আইপিএলে দল পাননি সাকিব!
শ্রীলঙ্কা সফরে যাবেন বলেই আইপিএলে দল পাননি সাকিব!
শিশিরের ফেসবুক স্ট্যাটাস

তার একই উত্তর- 'আইপিএলের ব্যাপারে কোনো কথা বলব না।' কিন্তু তার স্ত্রী উম্মে আহমেদ শিশির জানিয়ে দিয়েছেন কী কারণে আইপিএলে এবার দল মেলেনি সাকিবের। আগে থেকে সাকিবের সঙ্গে আইপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ করার পরও কেন তাকে কেউ ডাকেনি, সেই ব্যাখ্যাও দিয়েছেন সাকিব-পত্নী। যারা আইপিএলে সাকিব দল পাননি বলে তার আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসে জোর ধাক্কা লেগেছেন বলে মনে করছেন, কেউ কেউ যার আত্মতৃপ্তিতেও ভুগছেন, তাদেরই উদ্দেশে সোমবার ফেসবুকে স্ট্যাটাস দেন শিশির।
'খুব বেশি উত্তেজিত হওয়ার আগেই বলে রাখি, সময়ের আগেই বেশ কয়েকটি দল তার (সাকিব আল হাসান) সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল যে সে পুরো আসর খেলতে পারবে কিনা। কিন্তু দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজের কারণে সে পুরোটা খেলতে পারত না। যে কারণে তাকে কেউ দলে নেয়নি। এটা কোনো বাড়তি বিষয় নয়। সবসময় পরবর্তী বছর আছে। আইপিএলে দল পাওয়ার জন্য তাকে শ্রীলঙ্কা সিরিজ বাদ দিতে হতো। তো তাকে যদি কেউ নিত, তখনও কি এই কথা বলতেন? নাকি তাকে এরই মধ্যে বিশ্বাসঘাতক বানিয়ে ফেলতেন? আপনাদের উত্তেজনায় জল ঢেলে দেওয়ার জন্য দুঃখিত।'
আইপিএলের কারণে সাকিব দক্ষিণ আফ্রিকা সফরেও শুধু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চেয়েছিলেন। ওই সফরে দুটি টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন আইপিএলের কারণেই। এখন আইপিএলে দল না মেলায় সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট খেলবেন কিনা সেই কৌতূহল আছে বিসিবিতেও। বিপিএলে টানা পাঁচ ম্যাচে সেরা নির্বাচিত হওয়ার পরও আইপিএলে সাকিবের উপেক্ষার মধ্যে অনেকেই হয়তো 'অনেক কিছু' খুঁজে বেড়াবে।
কিন্তু বাস্তবতা এটাই যে, গত আইপিএলে সাকিবের পারফরম্যান্স মোটেই প্রত্যাশা পূরণ করেনি। আরব আমিরাতে হওয়া ওই আসরে আট ম্যাচে ব্যাট হাতে মাত্র ৪৭ রান করেছিলেন, বল হাতে নিয়েছিলেন মাত্র ৪ উইকেট। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত (মাঝে ২০১৩ ও ২০২০ বাদে) মোট ৯ আসরে আইপিএল খেলেছিলেন সাকিব। যার মধ্যে মোট ৭১ ম্যাচের ৫২ ইনিংসে ১৯.৮৩ গড়ে রান ৭৯৩। উইকেট ওভারপ্রতি ৭.৪৪ রান দিয়ে ৬৩ উইকেট। সাকিবের বয়স এখন পঁয়ত্রিশ চলে- এবারের নিলামে তারকাদের ক্ষেত্রে এই বয়সটা দল না পাওয়ার অন্যতম একটা কারণ হয়ে দাঁড়িয়েছে।
মন্তব্য করুন