- খেলা
- গ্যালাতাসারের বিপক্ষে ঘরের মাঠে বার্সার হোঁচট
গ্যালাতাসারের বিপক্ষে ঘরের মাঠে বার্সার হোঁচট
-samakal-622ac77a24e1b.jpg)
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার জয়ে স্বরূপে ফেরার ইঙ্গিত দিচ্ছিল বার্সেলোনা। কিন্তু ঘরের মাঠে জিততে পারেনি কাতালানরা। তুর্কি ক্লাব গ্যালাতাসারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জাভি হার্নান্দেজের দল। ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে আধিপত্য বিস্তার করেও গোলের দেখা পায়নি বার্সেলোনা।
লিগে এলচেকে হারানো ম্যাচের দলে ছয়টি পরিবর্তন এনে খেলতে নামে বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডাররাও ছিল দুর্দান্ত। ম্যাচের ২৭ মিনিটে ডি-বক্সের বাইরে পেদ্রি ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় স্প্যানিশ জায়ান্টরা। মেমফিস ডিপাইয়ের শট প্রতিহত করেন গ্যালাতাসারের গোলরক্ষক ইনাকি পেনা।
ম্যাচের ৩৭মিনিটে গোল হজম করতে পারতো স্বাগতিকরা। প্যাট্রিক ভ্যান অ্যানহোল্টের ক্রসে আসা বল হেড করেন মার্কাও। তার হেড প্রতিহত করেন বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান।
প্রথম হাফে বেশ অনেকগুলো সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি তোরেস-ডিপেরা। প্রথম হাফের পুনরাবৃত্তি ঘটে দ্বিতীয় হাফেও। ৫৭তম মিনিটে বুস্কেটস এবং ৭৩তম মিনিটে দেম্বেলে দুইটি সুবর্ণ সুযোগ পেয়েছিল। তবে স্প্যানিশ গোলরক্ষক পেনার দৃঢ়তায় গোল করতে ব্যর্থ হয় দুইজনই।
৭৯তম মিনিটে গ্যালাতাসারের গমিস বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। বাকি সময়ে আর সুযোগ তৈরি করতে পারেনি কোন দলই। ফলে গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলের।
আগামী ১৭ মার্চ তুরস্কের ইস্তানবুলে হবে ফিরতি লেগ।
মন্তব্য করুন