তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আজ দক্ষিণ আফ্রিকার পথে রওনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ভাগে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ দল। তার প্রথম বহর আজ দেশ ছাড়লো। জোহানেসবার্গগামী বিমানের প্রথম প্রহরে আছেন নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, ইয়াসির আলী ও নাসুম আহমেদ। তাদের সঙ্গী নির্বাচক হাবিবুল বাশার, টিম ম্যানেজার নাফিস ইকবাল, ফিজিও বায়েজিদ ইসলাম ও টিম অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু।

খেলোয়াড়দের বড় বহরটি যাচ্ছেন আজ রাত ১১টায় ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে। এ বহরে থাকছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ। তাদের সঙ্গে যাচ্ছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। 

কোচিং স্টাফের আরও ক'জন সদস্য আগামীকাল সকাল পৌনে ১১টায় রওনা হবেন। ১৪ মার্চ জোহানেসবার্গে অনুশীলন করবেন তারা। পরের দিন নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি ৫০ ওভারের ম্যাচও খেলবেন তারা। ওয়ানডের আগের দিন তারা সেঞ্চুরিয়নে অনুশীলন করবেন। ১৮ মার্চ থেকে সেঞ্চুরিয়নে শুরু হবে তিন ওয়ানডের সিরিজ।