- খেলা
- সাকিব কেন তিন ফরম্যাটে, জানালেন নান্নু
সাকিব কেন তিন ফরম্যাটে, জানালেন নান্নু

দীর্ঘদিন ধরেই টেস্ট ক্রিকেটে অনিয়মিত সাকিব আল হাসান। সম্প্রতি টেস্ট থেকে ৯ মাসের বিরতি চেয়ে বোর্ডকে চিঠিও দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা সফর থেকেও নিয়েছেন ছুটি। এত কিছুর পরও সাকিবকে রাখা হয়েছে তিন ফরম্যাটের চুক্তিতে।
শুক্রবার বাঁহাতি এই অলরাউন্ডারকে রাখার কারণ ব্যাখ্যা করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানিয়েছেন, তাদের কাছে তথ্য আছে এই ছুটির পর বছরের বাকি সময় বাংলাদেশের সব ম্যাচে খেলবেন সাকিব।
নান্নু বলেন, 'আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম নিয়েছে সাকিব। তারপর থেকে ও এভেইলেবল। আমাদের কাছে যে তথ্য আছে, সে অনুযায়ী তিন ফরম্যাটের জন্যই ও এভেইলেবল আছে।'
ছুটি কাটিয়ে তরতাজা হয়ে ফিরবেন সাকিব, এমন প্রত্যাশা প্রধান নির্বাচকের, 'যেহেতু এ বছর আমাদের অনেক খেলা আছে। আগামী এক বছর আমরা সাকিবের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স চাচ্ছি। ২০২২ সালে তিন ফরম্যাটেই অনেক খেলা আছে। সে হিসাবে আমাদের অনেক খেলোয়াড় লাগবে। সেরা খেলোয়াড়কে আমরা সবসময়ই তিন ফরম্যাটে চাই। আশা করছি রিফ্রেশ হয়ে ফিরে এসে তিন ফরম্যাটেই খেলবে।'
এদিকে আরেকটি প্রশ্ন উঠেছে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে কেন তিন ফরম্যাটেই রাখা হলো না। তার কারণও জানালেন মিনহাজুল নান্নু। নান্নু বলেন, 'যেহেতু তামিম টি-টোয়েন্টি থেকে আপাতত বিরতি নিয়েছেন তাই তাকে তিন ফরম্যাটে রাখা হয়নি।'
মন্তব্য করুন