ক্রিকেটে ওভার হয় ছয় ওভারের। প্রথাগত ক্রিকেটে কোনও অতিরিক্ত বল না হলে ছয় বলের ওভারই হয়। তবে আম্পায়ারের মারাত্মক ভুলের কারণে বিশ্বকাপের মতো বড়ে মঞ্চে হল ভুল। চলমান নারী বিশ্বকাপের নবম ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান। সেই ম্যাচেই পাক এক বোলারকে দিয়ে অতিরিক্ত এক বল করিয়েছেন আম্পায়ার। ওভারটি করেন পাকিস্তানের ওমাইমা সোহেল।

ওভারটি ছিল ইনিংসের ২৭তম ওভার। ওই ওভারের দ্বিতীয় বলে দক্ষিণ আফ্রিকার ব্যাটার লউরা ওলভার্ড বাউন্ডারি মেরেছিলেন। পরে ওভারের শেষ বলে প্রোটিয়া ব্যাটারকে এলবিডব্লিউ করেন পাক বোলার। আম্পায়ারের আউটের সিদ্ধান্ত রিভিও নেন প্রোটিয়া ব্যাটসম্যান। রিভিউতে দেখা যায় বল উইকেটে লাগছে না, তাই তাকে নটআউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার। এত কিছুর মাঝে মাঠের আম্পায়ার এটাই ভুলে যান যে সেই বলটাই ওভারের শেষ বল ছিল। তিনি পাক বোলারকে আরও একটি বল করতে বলেন। এবং সপ্তম বলের পর আম্পায়ার ওভার ডাকেন।

৭ বলের ওভারের স্কোরকার্ড

এরপর থেকেই ক্রিকেট সমর্থকদের অনেকেই প্রশ্ন তুলেছে, বিশ্বকাপের মত বড় মঞ্চে আম্পায়ারদের এমন ভুল কিভাবে হয়। এই ম্যাচটি যদি শেষ বলে কোনও দল জিতত তাহলে এই ভুল সিদ্ধান্তের মাশুল গুনতে হত অপর দলকে। অনেকেই মনে করেন, এই ক্ষেত্রে থার্ড আম্পায়ার ভুল শুধরে দিতে পারতেন মাঠের আম্পায়ারের।

ম্যাচে শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ২২৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ২১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তান হারলো ৬ রানে। এনিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে টানা ১৭তম ম্যাচ হারল পাকিস্তান।