- খেলা
- চেলসির নতুন মালিক খুঁজছে যুক্তরাজ্য
চেলসির নতুন মালিক খুঁজছে যুক্তরাজ্য

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের উপর আগ্রাসন চালাচ্ছেন। ওই আগ্রাসনের প্রতিবাদে পুতিনের সঙ্গে সুসম্পর্ক আছে এমন ব্যক্তিদের ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য সরকার। ওই নিষেধাজ্ঞার মধ্যে পড়েছেন চেলসির রাশিয়ান মালিক রোমান আব্রামোভিচ। এই ধনকুবের তার প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি বিক্রির ঘোষণা দিয়েছেন। বেশ ক'জন ব্লুবজ খ্যাত চেলসি কেনার আগ্রহও দেখিয়েছে। কিন্তু যুক্তরাজ্য সরকার তার সকল সম্পদের ওপর আর্থিক নিষেধাজ্ঞা দেওয়ায় তিনি আপাতত চেলসি বিক্রি করতে পারছেন না।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, 'যারা ইউক্রেনে পুতিনের নৃশংস হামলাকে সমর্থন করেছে, তাদের জন্য কোনো নিরাপদ আশ্রয়স্থল থাকতে পারে না। এই নিষেধাজ্ঞাগুলো ইউক্রেনের জনগণের জন্য যুক্তরাজ্যের সমর্থনের সবশেষ পদক্ষেপ। যারা বেসামরিক লোকদের হত্যা, হাসপাতাল ধ্বংস ও সার্বভৌমত্বের উপর আঘাত করে, আমরা তাদের উপর নির্মম হবো।'
চেলসির বর্তমান মালিক রোমান আব্রামোভিচকে নিষিদ্ধ করার পর থেকেই চেলসির নতুন মালিক খুঁজছে যুক্তরাজ্য। চেলসি কিনতে আগ্রহী যে কেউ ব্রিটিশ সরকারের কাছে আবেদন করতে অনুরোধ করেছেন যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী ক্রিস ফিলপ। খবর স্কাই নিউজ।
তিনি বলেন, ক্লাব যাতে খেলা পরিচালনা চালিয়ে যেতে পারে এবং কর্মীদের অর্থ দিতে পারে। তা নিশ্চিতের জন্য আমরা লাইসেন্সি দিচ্ছি। যদি কোন ক্রেতা চেলসি কিনতে চায়, তবে সেই ক্রেতাকে সরকারের শরণাপন্ন হতে হবে। নিষেধাজ্ঞার ফলে ক্লাব ও জাতীয় খেলা যাতে অপ্রয়োজনীয়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে আমরা কঠোর পরিশ্রম করছি।
মন্তব্য করুন