- খেলা
- করাচি টেস্টে অভিষেক হচ্ছে সোয়েপসনের
করাচি টেস্টে অভিষেক হচ্ছে সোয়েপসনের

মিচেল সোয়েপসন
সাদা পোশাকে অভিষেক হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার মিচেল সোয়েপসনের। এর আগেও কয়েকটি টেস্টে তিনি স্কোয়াডে ছিলেন। কিন্তু একাদশে সুযোগ পাননি। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া করাচি টেস্টে তার মাথায় উঠতে যাচ্ছে ব্যাগি গ্রিন ক্যাপ। শুক্রবার করাচি টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১২ মার্চ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।
রাওয়ালিপিন্ডির প্রথম টেস্ট ড্র হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল, করাচিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুই স্পিনারকে খেলাবে সফরকারী অস্ট্রেলিয়া। ফলে নাথান লায়নের সঙ্গী হিসেবে সোয়েপসনের মাঠে নামা ছিল সময়ের অপেক্ষা। তাই জশ হ্যাজলউডের জায়গায় টেস্ট দলে জায়গা মিললো সোয়েপসনের।
২০১৭ সালে ভারত সফরে প্রথমবার লাল বলের স্কোয়াডে ডাক পান সোয়েপসন। টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলে গেলেও টেস্ট খেলার অপেক্ষা ফুরোয়নি। অথচ ৫১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৪.৪৫ গড় ও চারবার পাঁচটিসহ ১৫৪ উইকেট নিয়েছেন তিনি।
শুক্রবার সংবাদ সম্মলেনে একাদশ ঘোষণার সময় এই লেগস্পিনারকে নিয়ে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেন, 'গত কয়েক বছর ধরে কেবল পানি টানতে হয়েছিল তাকে। সে না খেললেও দলের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সে। এখন সে সম্পূর্ণ প্রস্তুত। সে সুযোগ পাওয়াতে আমরা সত্যিই রোমাঞ্চিত। এখানকার উইকেট একটু শুষ্ক এবং ঐতিহ্যগতভাবে এটি স্পিনারদের জন্য বেশ সহায়ক।'
দ্বিতীয় টেস্টের অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিয়ন, মিচেল সোয়েপসন।
মন্তব্য করুন