ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জনের একটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়। দুই বছর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে যুবা বিশ্বকাপ জিতেছিল টাইগাররা। নেতৃত্ব পর্যায়ে ছিলেন দীর্ঘদেহি পেসার শরিফুল ইসলাম। জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ওই স্মৃতি মনে ভাসছে তার।

বিসিবি’র পাঠানো ভিডিও বার্তায় এই তরুণ পেসার বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে এসে ভালো লাগছে। এখানে আমরা বিশ্বকাপ (অনূর্ধ্ব-১৯) জিতেছি। এছাড়া এখানে পেসারদের জন্য ভালো সুবিধা আছে। বল ভালো ক্যারি করছে। বল ধরলে সব পেসারের ভালো লাগে।’

দক্ষিণ আফ্রিকায় পেসারদের ভালো করার সুযোগ আছে। উইকেটে ঘাস থাকে। পেসাররা বাউন্স-সুইং পান। তবে উইকেটের সুবিধা নিতে না পারলে চড়াও হন ব্যাটাররা। কথাটা অজানা নয় শরিফুলের, ‘পেসারদের জন্য উইকেটে সুবিধা থাকে। কিন্তু ডিসিপ্লিন থাকতে হয়। চেষ্টা করবো বেসিক প্লানে বল করে যাওয়ার।’

প্রোটিয়া সফরে কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডকে কোচ হিসেবে পেয়েছেন শরিফুলরা। তার সঙ্গে প্রথম সেশন ভালো লেগেছে বলে উল্লেখ করেন এই পেসার। পেস বোলিং কোচ তার রিস্ট (কব্জির) পজিশন নিয়ে কাজ করেছেন বলে জানান। সামনে অনেক কিছু নিতে পারবেন বলে আশা এই পেসারের। এছাড়া তিন বিভাগে ভালো খেললে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী এই তরুণ।